Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

নবীগঞ্জ উপজেলার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির  মার্চ/২০১৮ মাসে অনুষ্ঠেয় সভার কার্যবিবরণী।
সভাপতি        ঃ    মোঃ তৌহিদ -বিন-হাসান                      
                       উপজেলা নির্বাহী অফিসার
                        নবীগঞ্জ , হবিগঞ্জ।
সভার তারিখ   ঃ      ১২/০৩/২০১৮ খ্রিঃ
   সময়         ঃ     সকাল- ১১.০০ ঘটিকা।
সভার স্থান      ঃ উপজেলা সম্মেলন কক্ষ ।   
সভায় উপস্থিত সদস্যবৃন্দের  নামের তালিকা পরিশিষ্ট  ’’ক’’।
সভার শুরুতে সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হলে কোন সংশোধনী না থাকায় তা সর্বসম্মতিক্রমে দৃঢ়ীকরণ করা হয়। পরবর্তীতে নবীগঞ্জ উপজেলার ফেব্রুয়ারি/২০১৮ খ্রি. সময়ের অপরাধ চিত্র উপস্থাপনের জন্য জনাব মোঃ হাবিবুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত),নবীগঞ্জ থানাকে বলা হলে, তিনি এ উপজেলার ফেব্রুয়ারি/২০১৮ খ্রি.মাসের অপরাধ বিবরণী উপস্থাপন করেন।
নবীগঞ্জ উপজেলার  ফেব্রুয়ারি/২০১৮ খ্রিঃ মাসের তুলনামূলক অপরাধ চিত্র নি¤œরূপ ঃ
ক্রমিক নং    অপরাধের ধরণ    আলোচ্য মাস    পূর্ববর্তী মাস    গত বছরের এ মাসের অবস্থান    মন্তব্য
০১    ডাকাতি    -    -    -    
০২    দস্যুতা    -    -    -    
০৩    খুন    ০১    -    -    
০৪    নারী ও শিশু নির্যাতন    ০৩    ০৬    ০৩    
০৫    দাঙ্গা    -    -    -    
০৬    অপহরণ    -    ০২    -    
০৭    চুরি    ০৩    -    -    
০৮    অগ্নি সংযোগ     -    -    -    
০৯    ধর্ষণ    ০১    ০৬    -    
১০    মাদক    ০৩    ০৭    ০৭    
১১    বিস্ফোরক দ্রব্য    -    -    -    
১২    চোরাচালান     -    -    -    
১৩    বিশেষ ক্ষমতা    -    -    -    
১৪    এসিড নিক্ষেপ    -    -    -    
১৫    দ্রুত বিচার    -    -    -    
১৬    অন্যান্য    ১০    ১৮    ২২    
    মোট ঃ    ১৮    ৩৯    ৩২    
ফেব্রুয়ারি/১৮ মাসের অপরাধ চিত্র পর্যালোচনায় দেখা যায় যে, এ মাসে অপরাধের সংখ্যা পূর্ববর্তী মাসের তুলনায় অনেকাংশে হ্রাস পেয়েছে। অপরাধ প্রবণতা যেন কোন অবস্থাতেই বৃদ্ধি না পায় সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। পরবর্তীতে সভাপতি সকলকে উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণের আহ্বান জানান ।
আলোচনা ঃ
০১। জনাব আব্দুর রউফ সভায় জানান যে, বর্তমানে এ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল । তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর প্রোগ্রামটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ।
০২। জনাব নূরউদ্দিন আহমেদ বীরপ্রতীক ,সাবেক কমন্ডার মুক্তিযোদ্ধা সংসদ,নবীগঞ্জ, সভায় জানান যে, বর্তমানে এ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল।
০৩। জনাব আশিক মিয়া, চেয়ারম্যান,২ নং বড় ভাকৈর ( পূর্ব), ইউনিয়ন পরিষদ,নবীগঞ্জ সভায় জানান যে, ইদানিং তাঁর ইউনিয়নের  মহিলা সদস্য রাজিয়া সুলতার বাড়ি থেকে তিনটি গরু চুরি হয়েছে । গরুগুলো উদ্ধার করা সম্ভব হচ্ছে না মর্মে তিনি সভাকে অবহিত করেন ।
০৪। জনাব এডভোকেট মোঃ জাবিদ আলী, চেয়ারম্যা, ১০ নং দেবপাড়া ইউনিয়ন পরিষদ, সভায় জানান যে, দেবপাড়া বাজারের নিকটস্থ ফখরুল ইসলামের বাড়ি থেকে এক সপ্তাহ পূর্বে ৪ টি গরু চুরি হয়েছে ।
০৫। জনাব মোঃ আবু সাঈদ, চেয়ারম্যান, ৪ নং দীঘলবাক ইউনিয়ন পরিষদ,সভায় জানান যে, তাঁর ইউনিয়নের দুর্গাপুরে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক খুঁটি নিয়ে যাওয়ার পথে খুঁটির চাপায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে ।
                                                                                                                      চলমান পাতা-০২

(২)
০৬। জনাব মোঃ আব্দুল বারী, ডিজিএম, পল্লীবিদ্যুৎ,নবীগঞ্জ,হবিগঞ্জ তাঁর বক্তব্যে  বিদ্যুৎ এর বিষয়ে সকলকে সাবধানতা  অবলম্বনের জন্য অনুরোধ জানান । তিনি ৪ নং দীঘলবাক ইউনিয়নে বৈদ্যুতিক খুঁটির চাপায় পল্লীবিদ্যুৎ সমিতির খুঁটি সরবাহ ও বসানোর ঠিকাদারী প্রতিষ্ঠানের একজন শ্রমিকের মৃত্যুর বিষয়টি সভাকে অবহিত করেন ।
০৭। জনাব মোঃ আব্দুন নুর,উপজেলা সমাজসেবা অফিসার, নবীগঞ্জ,হবিগঞ্জ সভায় জানান যে,  বাংলাদেশ সরকারের সমাজ সেবা বিভাগের জন্তরী গণমিলনায়তন কেন্দ্রে অবৈধ ও বেআইনিভাবে  অনধিকার প্রবেশ করে সরকারি জায়গা ব্যক্তি স্বার্থে ব্যবহার ও সরকারী গাছ থেকে নারিকেল নিয়ে যায় এবং  সরকারি কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরনের বিষয়ে (১) জনাব আওলাদ হোসেন, পিতা- মৃত মনির আলী (২) জনাব হারুন মিয়া, পিতা- মৃত মনির আলী (৩) হুমায়ুন মিয়া, পিতা- হারুন মিয়া, সর্বসাং- জন্তুরী এর বিরুদ্ধে এবং ৬ নং কুর্শি ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের সরকারি মিলনায়তন কেন্দ্রের সরকারি গাছ কর্তনসহ কেন্দ্রটি অবৈধভাবে দখলের চেষ্টায় লিপ্ত থাকায়  জনাব শিপন মিয়া, পিতা-ফরিদ মিয়া, গ্রাম-ইনাতাবাদ, ওয়ার্ড নং-৮  এর বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার, নবীগঞ্জ,হবিগঞ্জ বরাবরে আবেদন করলে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানায় প্রেরণ করেন । তিনি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান ।
০৮। জনাব আলী আহমেদ ( মুসা), চেয়ারম্যান,৬ নং কুর্শি ইউনিয়ন পরিষদ, তাঁর বক্তব্যে সরকারি জায়গা অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান ।
০৯। জনাব নারায়ন রায়, সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ,নবীগঞ্জ,হবিগঞ্জ,তাঁর বক্তব্যে বিভিন্ন মন্দিরের বাৎসরিক কীর্তন অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষাকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ।
১০। জনাব এ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ,নবীগঞ্জ,হবিগঞ্জ, সভায় বলেন , মার্চ মাসকে ঘিরে বিভিন্ন জাতীয় দিবস উদযাপিত হবে । কোন কুচক্রীমহল যেন নাশকতামূলক কর্মকান্ড ঘটাতে না পারে সেদিকে সংশ্লিষ্ট সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি মদ,গাঁজাসহ যে কোন অপরাধমূলক কর্মকান্ড কঠোর হস্তে দমনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেন ।
১১। জনাব মি. মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, মাননীয় সংসদ সদস্য,হবিগঞ্জ-১ সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান    করেন । তিনি যানজট নিরসনে সম্মিলিত উদ্যোগের পাশাপশি মোবাইল কোর্ট করার পরামর্শ দেন । তাছাড়া তিনি গরু চুরি রোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন ।  
১২। জনাব মোঃ তৌহিদ-বিন-হাসান, উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে নবীগঞ্জকে যানজট মুক্তকরণের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন । তাছাড়া মার্চ মাসকে ঘিরে যে সকল জাতীয় দিবস পালিত হবে সে দিবসগুলোতে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের অনুরোধ করেন ।  
বিস্তারিত আলোচনান্তে নি¤œবর্ণিত সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ঃ  
ক্রঃনং    সিদ্ধান্ত    বাস্তবায়নে
০১    নবীগঞ্জ উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের কার্যক্রম অব্যাহত রাখার  সিদ্ধান্ত গৃহীত হয় ।    অফিসার ইনচার্জ,নবীগঞ্জ থানা ও সংশ্লিষ্ট সকল ।
০২    চুরি, ডাকাতি,খুন, জুয়া,অপহরণ, মিথ্যা মামলার প্রবণতাসহ যে কোন অপরাধ ও অপরাধ প্রবণতা  হ্রাস করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় ।    অফিসার ইনচার্জ, নবীগঞ্জ থানা ।
০৩    নবীগঞ্জকে যানজট মুক্তকরণের জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় ।    ১। চেয়ারম্যান,উপজেলা পরিষদ,
নবীগঞ্জ।
২। উপজেলা নির্বাহী অফিসার,
 নবীগঞ্জ।
৩। মেয়র,নবীগঞ্জ পৌরসভা,নবীগঞ্জ।
৪। অফিসার ইনচার্জ,নবীগঞ্জ থানা।
৫। সংশ্লিষ্ট সকল ।
০৪    সমাজসেবা বিভাগের গণমিলনায়তন কেন্দ্রগুলো অবৈধভাবে দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় ।    অফিসার ইনচার্জ, নবীগঞ্জ থানা ।
০৫    মার্চ মাসকে ঘিরে যে সকল রাষ্ট্রীয় কর্মসূচি পালিত হবে সেগুলোতে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয় ।    সংশ্লিষ্ট সকল।
                                                                                                                       চলমান পাতা-০৩


(৩)

সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি অদ্যকার সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সবাইকে আন্তরিক হওয়ার অনুরোধ জানিয়ে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
                         
                                                          (মোঃ তৌহিদ- বিন হাসান)                                                                               

                                                          উপজেলা নির্বাহী অফিসার                            
                                                                         ও
                                                                     সভাপতি
                                                       উপজেলা আইন-শৃংখলা কমিটি
নবীগঞ্জ, হবিগঞ্জ।স্মারক নং ঃ   ০৫.৪৬.৩৬৭৭.০০১.০৫.০১৭.২০১৮ -২৯১(৫০)                                             তারিখ ঃ ০৩/০৪/২০১৮ খ্রিঃ।

সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হল ( জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) ঃ
১. মাননীয় সংসদ সদস্য, নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকা-২৩৯, হবিগঞ্জ-১।
২. সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৩. কমিশনার, সিলেট বিভাগ, সিলেট।
৪. বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ।
৫. পুলিশ সুপার, হবিগঞ্জ।
৬. চেয়ারম্যান , উপজেলা পরিষদ, নবীগঞ্জ, হবিগঞ্জ।
৭. মেয়র, নবীগঞ্জ পৌরসভা, নবীগঞ্জ, হবিগঞ্জ।
৮-৯.ভাইস চেয়ারম্যান/ মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নবীগঞ্জ।
১০.সহকারী কমিশনার (ভূমি), নবীগঞ্জ, হবিগঞ্জ।
১১. সার্কেল এ,এস,পি, বাহুবল,হবিগঞ্জ।  
১২. অফিসার ইনচার্জ, নবীগঞ্জ থানা, নবীগঞ্জ, হবিগঞ্জ।
১৩.অধ্যক্ষ, নবীগঞ্জ ডিগ্রী কলেজ, নবীগঞ্জ, হবিগঞ্জ।
১৪.  কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কমান্ড , নবীগঞ্জ, হবিগঞ্জ।
১৫-২৭. চেয়ারম্যান ................................................. ইউপি (সকল), নবীগঞ্জ,হবিগঞ্জ ।
২৮-২৯.প্রধান শিক্ষক/সুপার, জে কে উচ্চ বিদ্যালয়/হিরামিয়া গার্লস হাইস্কুল/নহরপুর দাখিল মাদরাসা, নবীগঞ্জ,হবিগঞ্জ ।
৩০.সভাপতি, নবীগঞ্জ প্রেস ক্লাব, নবীগঞ্জ, হবিগঞ্জ।
৩১. সভাপতি, হিন্দু-বৌদ্ধ- খ্রীষ্টান ঐক্য পরিষদ, নবীগঞ্জ, নবীগঞ্জ ।
৩২-৩৩.সভাপতি/সাধারণ সম্পাদক, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি, নবীগঞ্জ, হবিগঞ্জ।
৩৪. সভাপতি/সাধারণ সম্পাদক, বাস/ মিনি বাস মালিক সমিতি, নবীগঞ্জ, হবিগঞ্জ।
৩৫-৩৯.জনাব ................................................................................... নবীগঞ্জ, হবিগঞ্জ।

 
                                                                                                     
                                                                                                    উপজেলা নির্বাহী অফিসার
  নবীগঞ্জ, হবিগঞ্জ।
                                                                                               টেলিফোন নম্বর ঃ ০৮৩২৮-৫৬০০৩