Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
নবীগঞ্জ গনকবর ও স্মৃতিসৌধ
বিস্তারিত

এ বধ্যভূমি ও স্মৃতিসৌধটি নবীগঞ্জ থানার দক্ষিণ পাশে উপজেলা সদর তহশিল অফিসের পিছনে অবস্থিত। স্মৃতিসৌধটি পৌরসভা কর্তৃক নির্মাণ করা হয়। এ বধ্যভূমিতে হানাদার পাকবাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদরদের হাতে যারা  শাহাদত বরণ করেন তারা হলেন নবীগঞ্জ বাজারের কৃষক সাবাজ মিয়া (৬৫), পূজারী সুরেশ চৌধুরী (৪০), ব্যবসায়ী রাজকুমার বনিক (৬৯), ব্যবসায়ী শৈলেন্দ্র বনিক (৫৫) ও ব্যবসায়ী গজেন্দ্র দেব (৭০)। কেলিকানাইপুরের শ্রমিক উপেন্দ্র দেব (৬১), ব্যবসায়ী রাই মোহন শীল (০৯) ও ব্যবসায়ী গোবিন্দ শীল (২৯)। শিক্ষক কালি নমশূদ্র (৬৭), রাধানগর এবং ব্যবসায়ী প্যারিমোহন পাল (৫৭), হালিতলা উল্লেখযোগ্য। তাছাড়া নাম না যানা অনেক রয়েছেন।