Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে পৌরসভা

        পৌরসভার ওয়ার্ড সংখ্যা ঃ নবীগঞ্জ পৌরসভা মোট ০৯ (নয়) টি ওয়ার্ডে বিভক্ত।

 

        নাগরিক সেবা সনদ (সিটিজেন চার্টার) ঃ

              

সনদ সমূহ       

        নাগরিকত্বের সনদ।

        জন্ম সনদ।

        মৃত্যু সনদ।

        উত্তরাধিকারী সনদ।

        ট্রেড লাইসেন্স ।

        রিক্সার লাইসেন্স।

        রিক্সার ড্রাইভিং লাইসেন্স।       

 

 সেবা সমূহ 

        শহরের অভ্যন্তরে রাস্তাঘাট উন্নয়ন।

        কন্জারভেন্সী সুবিধা।

        সড়ক বাতির সুবিধা।

        কমিউনিটি পুলিশের ব্যবস্থা।

        যানজট নিরসন কল্পে আধুনিক পৌর বাস টার্মিনাল নির্মাণ।

        শতভাগ স্যানিটেশন নিশ্চিতকরণে প্রয়োজনীয স্যানেটারী রিং-স্লাব ফ্রী প্রদান।

        মশক ও কুকুর নিধন কার্যক্রম গ্রহণ।

        ইপিআই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা।

        শিক্ষার উন্নয়ন প্রসারে বিভিন্ন পদক্ষেপ গ্রহন। এ ক্ষেত্রে প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদান উল্লেখ যোগ্য।

        বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক/ক্রীড়া প্রতিষ্ঠান ও গরীব লোকদের আর্থিক অনুদান ও সাহায্য প্রদান।

        বৃক্ষরোপন কার্যক্রম গ্রহন। 

        পৌরসভার প্রতিটি হোল্ডিংএ নাম্বার প্লেট (বিনামূল্যে) প্রদান।

 

 

        পৌরসভার কার্যক্রম ঃ

        সর্বাগ্রে পৌর জনসাধারণের কল্যাণে পরিকল্পনা গ্রহন।

        পরিকল্পনা প্রণয়নে জনসাধারনের মতামত গ্রহনসহ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন।

        পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধি কল্পে “আদর্শ কর তফশীল ২০০৩” অনুসরনে পৌর কর নির্ধারণ   এবং    আদায়ের ক্ষেত্রে সরকারী বিধিমালার পূর্ন অনুসরন।

        পৌরসভার অভ্যন্তরে গৃহ নির্মাণ/পূনঃনির্মাণের ক্ষেত্রে পৌর বিধি অনুসরন। 

        পৌরসভার আয়-ব্যয় সহ সকল প্রকার হিসাব সংরক্ষণ।

        পৌরসভার অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন।

        শিক্ষার প্রসার ও উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।

        পরিবেশ সংরক্ষণে জনসাধারনের সচেতনতা সৃষ্টিতে সহায়তাসহ বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়ন।

        পৌরসভার নিয়ন্ত্রণাধীন হাট-বাজার, নৌকা ঘাট ও বাস টার্মিনাল বিধি মোতাবেক ইজারা প্রদান।

        পৌরসভার অভ্যন্তরে যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন।

        সরকারী নির্দেশ মোতাবেক জাতীয় দিবস সমূহ যথাযথ মর্যাদায় উদ্যাপন।

        সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন।  

        বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষনিক সহযোগিতা করা।

        সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত বিভিন্ন কার্যক্রম।

 

 এছাড়াও  নবীগঞ্জ পৌরসভা পৌর জনসাধারণের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহন করে থাকে।