এক নজরে নবীগঞ্জ উপজেলা
সাধারণ তথ্যাদি
এ উপজেলায় মোট আয়তন = ৪৩৯.৬০ বর্গ কিঃমিঃ।
বর্তমান লোক সংখ্যা = ৩,৪৫,১৭৯ জন।
প্রতি বর্গ কিঃমিঃ লোকসংখ্যার ঘনত্ব = ৮৪ জন।
এ উপজেলায় লোক সংখ্যার = শতকরা ৯৩ ভাগ মুসলমান।
বর্তমান শিক্ষার হার = ৪১ ভাগ।
এ উপজেলার জনগণের মূল পেশা কৃষি হলে ও আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন এবং ক্ষদ্র শিল্প, ব্যবসা বানিজ্য সম্প্রসারনের কারনে অ-কৃষিজীবির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তদুপরি কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি ও প্রাকৃতিক দূর্যোগের কারণে কৃষির প্রতি একটা অনাগ্রহের প্রবনতা লক্ষ্য করা যায়।
নবীগঞ্জ উপজেলার উত্তরে সুনামগঞ্জ জেলার দিরাই ও জগন্নাথপুর উপজেলা এবং সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার অংশ বিশেষ। দক্ষিণে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলা। পূর্বে মৌলভী বাজার জেলার সদর ও শ্রীমঙ্গল উপজেলা এবং সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার অংশ বিশেষ। পশ্চিমে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা।
সরকারী মাধ্যমিক বিদ্যালয় : ০১ টি
সরকারী কলেজ : ০১ টি
বেসরকারী কলেজ : ০৪ টি
বেসরকারী মাদ্রাসা : ১৭ টি
বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় : ১৯ টি
এবতেদায়ী মাদ্রাসা : ০৩ টি
কিন্ডার গার্টেন : ১৭ টি
বেসরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় : ০৩ টি
জনসংখ্যার ঘনত্ব : ৭৮৫ জন/ বর্গ কিঃ মিঃ
পৌরসভা : ০১ টি।
ইউনিয়ন পরিষদ : ১৩ টি।
গ্রাম : ৩৫৫ টি,
শিক্ষার হার : ৪১%,
হাট বাজার : ২৬ টি,
এনজিও : ২০ টি
নির্বাচনী এলাকা : ২৩৯ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল)
স্বাস্থ্য সংক্রান্ত
১। ১৩ টি ইউনিয়নে বর্তমানে চালুকৃত ৩৮ টি সি.সির (কমিউনিটি ক্লিনিক) মধ্যে ৩৮ টিই চলমান রয়েছে। ৭/২৪ সেবা প্রদান কার্যক্রম চলমান আছে। এছাড়া চিকিৎসা মূলক সেবার মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে ঔষধ সরবরাহ করা হচ্ছে এবং স্বাস্থ্য শিক্ষা দেওয়া হচ্ছে। এ কার্যক্রমে জানুয়ারী - ২০১০ ইং হইতে জুন/২০২১ ইং পর্যন্ত ২,৩৯,৭১৬ জনকে সেবা প্রদান করা হইয়াছে। বর্তমানে ০২ টি সিসি নতুন ভাবে নির্মাণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
২। ১৩ টি ইউনিয়নে ১৩ টি মেডিকেল টিম এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ১টি মেডিকেল টিম সার্বক্ষণিক ডায়রিয়া নিয়ন্ত্রণ ও অন্যান্য রোগ বালাই কাজে নিয়োজিত রহিয়াছেন।
ভূমি ও রাজস্ব সংক্রান্ত
ইউনিয়ন ভূমি অফিস : ১৩ টি
পৌর ভূমি অফিস : ০১ টি
হাট-বাজারের সংখ্যা : ২৬ টি
পরিবার পরিকল্পনা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র : ১২ টি
এম.সি.এইচ. ইউনিট : ১ টি
প্রাণি সম্পদ
উপজেলা পশু চিকিৎসা কেন্দ্র : ০১ টি
পশু ডাক্তারের সংখ্যা : ০৩ জন
গবাদি পশু/ দুগ্দ খামার খামার : ৩২ টি
ছাগলের খামার : ১৫ টি
ভেড়ার খামার : ৫০ টি
ব্রয়লার মুরগীর খামার : ১৪২ টি
লেয়ার মুরগীর খামার : ১২ টি
হাসের খামার : ২১৫ টি
সমবায় সংক্রান্ত
কেন্দ্রীয় সমবায় সমিতি লি: : ০২ টি
পউবো সমিতি : ৮৬ টি
সাধারণ সমবায় সমিতি : ২২০ টি
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS