পত্রসূত্র ৫৬.০৪.৩৬৭৭.০০০.৯৯.০০১.২৩.১, তারিখঃ ২০/০৩/২০২৩ইং মোতাবেক বিগত ২৮/০২/২৩ইং, ০১/০৩/২৩ইং ও ০২/০৩/২৩ইং তারিখে জেলা প্রশাসন, হবিগঞ্জের উদ্যোগে নবীগঞ্জ উপজেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব সম্বলিত প্রতিষ্ঠানসমূহ আয়োজিত “বেসিক কম্পিউটার প্রশিক্ষণ” এর চূড়ান্ত পরীক্ষা উপজেলা প্রশাসন, নবীগঞ্জ এর সহযোগিতায় এবং উপজেলা আইসিটি কার্যালয়, নবীগঞ্জ এর তত্ত্বাবধানে ০3টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় নবীগঞ্জ উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৬টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব সম্বলিত প্রতিষ্ঠানের মধ্যে ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ৩২৭জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তন্মধ্যে ২৯৯জন শিক্ষার্থী লিখিত এবং ব্যবহারিক মিলিয়ে ৫০% মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং ২৮জন শিক্ষার্থী ৫০% এর কম মার্ক পাওয়ায় অকৃতকার্য হয়েছে। “বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়” থেকে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে নি। বিস্তারিত ফলাফল পিডিএফ আকারে সংযুক্ত করা হলো। এর পাশাপাশি অনলাইনে ফলাফল চেক করার লিংকঃ https://docs.google.com/spreadsheets/d/1f5w1rISX1ORj8s0oYeccDHJf1og53KXyiWwymMJ2zKs/edit?usp=sharing
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS