Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পৌরসভার সিটিজেন চার্টার

হবিগঞ্জ জেলা সদর হতে উত্তর-পূর্ব দিকে ২৮কিঃমিঃ দূরে অবস্থিত নবীগঞ্জ উপজেলা সদরেই নবীগঞ্জ পৌরসভার অবস্থান। বর্তমানে উপজেলার পুরাতন কোর্ট বিল্ডিংএর কয়েকটি রোমে অস্থায়ী কার্যালয়ে নবীগঞ্জ পৌরসভার দাপ্তরিক কার্যক্রম চলছে। ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি হতে ১৫ কিঃমিঃ দূরে (প্রায় ৩০মিঃ সময়ে) পৌরসভা কার্যালয়ে পৌঁছা যায়। শহরটি পূর্ব-পশ্চিমে এবং উত্তর-দক্ষিণে বিস্তৃত। নবীগঞ্জ উপজেলায় অনেক প্রবাসী অধ্যূষিত (লন্ডন প্রবাসী) এলাকা হওয়ায় বেশ কিছু আধুনিক ইমারত শহরটির সৌন্দর্য বর্ধিত করেছে। কাপড়, কসমেটিক্স, পোল্ট্রি ফার্ম, অনেকগুলো ব্যাংকিং প্রতিষ্ঠান সহ এখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্য পরিচালিত হচ্ছে। মূল শহরের পাশ দিয়ে শাখা বরাক নামে একটি নদী আছে। ছোট বড় অনেকগুলো কাঁচা- পাঁকা রাস্তা রয়েছে। একটি প্রধান ড্রেন সহ কয়েকটি ড্রেন রয়েছে। ছোট বড় ০৩টি বাজার, ১টি গ্রোথ সেন্টার, ১টি বাসটার্মিনাল, ১টি নৌকাঘাট আছে। শহরে ষ্ট্রীট লাইট আছে। পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম প্রতিদিন চলে। ময়লা আবর্জনা ডাষ্টপিং এর জন্য নির্দিষ্ট কোন স্থান নেই। পৌরকর, হাট-বাজার, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য ফি , সিডিউল বিক্রয়সহ বিভিন্ন উত্স হতে রাজস্ব আয় পাওয়া যায়। ব্যয়ের উল্লেখযোগ্য খাত হলো-  রাস্তা-ঘাট এর মেরামত ও উন্নয়ন, ড্রেন নির্মাণ, স্ট্রীট লাইট মেরামত ও সম্প্রসারণ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সংস্থাপন ও অন্যান্য।