ডিজিটাল উদ্ভাবনী মেলা- ২০১৫ এ নবীগঞ্জ উপজেলা হবিগঞ্জ জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায়, মেলায় নবীগঞ্জ উপজেলাটি শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করে। গত ২৮/১২/২০১৪ ইং তারিখ ডিজিটাল উদ্ভাবনী মেলার শেষ দিনে আইসিটি বিষয়ে অনবদ্য অবদান রাখায় এবং হবিগঞ্জ জেলায় ইউনিয়ন ও উপজেলা ওয়েব পোর্টালে প্রথম স্থান অধিকার করায় হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উদ্যমী কর্মকর্তা হিসেবে নবীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ লুৎফর রহমানকে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়। পুরষ্কার প্রদান করেন প্রধান অতিথি কবির বিন আনেয়ার, মহাপরিচালক (প্রশাসন) প্রধানমন্ত্রীর কার্যালয় ও এটুআই (প্রোগ্রাম) প্রকল্প পরিচালক, মেলায় সভাপতিত্ব করেন মো: জয়নাল আবেদীন, জেলা প্রশাসক, হবিগঞ্জ । পুরস্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস