গতকাল জাকজমপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩ (তিন) দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হলো। নবীগঞ্জ উপজেলার পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার এ মেলায় অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব কবির বিন আনোয়ার উপস্থিত থেকে সমাপনী অনুষ্ঠানকে অলংকৃত করেছেন। সমাপনী অনুষ্ঠান শেষে পুরুস্কার বিতরনী অনুষ্ঠান শুরু হয়। নবীগঞ্জ উপজেলা হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হলে, নবীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ লুৎফর রহমান পুরষ্কার গ্রহণ করেন। এ সময় উপস্থিত জনতা মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে তাঁকে অভিনন্দন জানানো হয় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস